
ডেস্ক রিপোর্ট :
বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে-এমন শর্ত জানিয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে এক দিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশের ক্রিকেট বন্ধ হয়ে যাবে না।
এক বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অতীতেও বিভিন্ন দেশ নিরাপত্তা কিংবা রাজনৈতিক কারণে নির্দিষ্ট ভেন্যুতে খেলতে যায়নি। তিনি উদাহরণ টেনে বলেন, ২০০৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলেনি, ইংল্যান্ড জিম্বাবুয়েতে যায়নি এবং নিউজিল্যান্ড কানাডায় খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। তাতে তাদের ক্রিকেট বন্ধ হয়নি। একইভাবে বাংলাদেশ যদি একটি বিশ্বকাপে অংশ না নেয়, তাতেও দেশের ক্রিকেট থেমে যাবে না।
এদিকে, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে জানায়, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে আইসিসি গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং সূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না।
<p>Editor: Hasanuzzaman<br>Address: Belvedere Rd, near ALIPORE ZOO, Alipore, Kolkata, West Bengal 700027</p>
Copyright © 2026