পটুয়াখালী সংবাদদাতা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির নির্বাচনী পথসভায় আওয়ামীলীগের সমর্থন নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলেয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান যৌথ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার ২৪ জানুয়ারি রাতে উপজেলা আওয়ামীলীগের ঐ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২২/০১/২০২৫ ইং তারিখ দৈনিক প্রথম আলো, কালের কন্ঠ,নয়া দিগন্ত পত্রিকা সহ বেশ কিছু স্বনামধন্য জাতীয় পত্রিকায় প্রকাশিত এক বক্তব্যে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী দাবি করেছেন যে, “রাঙ্গাবালী উপজেলার সকল আওয়ামী লীগ এখন বিএনপিকে সমর্থন করছে।” যা মুহুর্তেই ভাইরাল হয় এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।
তার এই বক্তব্য কে মিথ্যা,বিভ্রান্তিকর ও কাল্পনিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ।
বাস্তবতা হলো, রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ একটি সুসংগঠিত, শক্তিশালী ও জনসমর্থিত রাজনৈতিক সংগঠন হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে রাজনীতি করছেন।
আবদুর রহমান ফরাজীর এ ধরনের অসত্য বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ছাড়া কিছুই নয়।
বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও জনবিচ্ছিন্নতা আড়াল করতেই তিনি এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন বলে আমরা মনে করি।
রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বিএনপিকে সমর্থন করে না।
জনগণ বিএনপির মিথ্যাচার ও নেতিবাচক রাজনীতি বহু আগেই প্রত্যাখ্যান করেছে।
আমরা রাঙ্গাবালী উপজেলা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকুন।
অন্যথায়, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক ও গণতান্ত্রিকভাবে এর উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।
তাছাড়া তারা আরো বলেন ৫ই আগস্টের পর বিএনপির খুন, সন্ত্রাস,চাঁদাবাজি, নারিনির্যাতন, লুটপাট, মিথ্যা মামলা,অগ্নিসংযোগ, অত্যাচার ও জুলুম কে আড়াল করার জন্য এ বক্তব্য।
<p>Editor: Hasanuzzaman<br>Address: Belvedere Rd, near ALIPORE ZOO, Alipore, Kolkata, West Bengal 700027</p>
Copyright © 2026