সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা যখন মামলায় জর্জড়িত এবং অধিকাংশ নেতা কারান্তীণ ঠিক সেই সময়ে বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে পরিবর্তন আসলো। সংসদ নির্বাচন পূর্ব আন্দোলনয় পরিস্থিতিতে সকল বাধা-বিপত্তি এড়িয়ে বরিশালের রাজপথে সরব প্রতিদান পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া সিকদার। দলটি শীর্ষস্থানীয় দুই নেতা মনিরুজ্জামান ফারুক এবং অ্যাডভোকেট আলী হায়দার বাবুল রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি থাকায় জিয়া উদ্দিন সিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় বরিশালের নেতাদের সোমবার জানানো হয়েছে।
সেই প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করে বিএনপি সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত জিয়া উদ্দিন সিকদার। একই সাথে তিনি আগামী দিনে নেতাকর্মীদের নিয়ে বরিশাল থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন।
কর্মী সমর্থকেরা জানান, মহানগর বিএনপির দুই শীর্ষনেতা কারাগারে আছেন, সদস্যসচিব মীর জাহিদুল কবির রয়েছেন আত্মগোপনে। ফলে বরিশালে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম না জমলেও জিয়া সিকদার সাহসিকতার সঙ্গে শুরু থেকে মাঠে আছেন এবং শক্তিরও জানান দিচ্ছেন। সেই সময়ে তাকে মহানগর বিএনপির শীর্ষ পদে অধিষ্ঠিত করা হয়েছে, এ খবর নেহাত কর্মীদের জন্য আনন্দের। এবং এই নেতার নির্দেশেই এখন থেকে বরিশাল বিএনপি আন্দোলন-সংগ্রামে নতুন গতি পাবে।’