প্রথম সেমিফাইনালে বাংলাদেশ হারিয়েছে ভারতকে। এবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারালো সংযুক্ত আরব আমিরাত। ঘরের মাঠে গ্রুপপর্বে আরব আমিরাত হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সেটি যে কোন অঘটন ছিল না, সেমিফাইনালেই তা প্রমাণ করে দিলো দলটি। পাকিস্তানকে কাঁদিয়ে স্বাগতিকরা নাম লেখালো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের এসিসি একাডেমিতে লো স্কোরিং এই ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে আরব আমিরাত। এবারই প্রথমবার তারা উঠলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে।
এর আগে টস জিতে আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। ৪৭.৫ ওভারে তারা গুটিয়ে যায় ১৯৩ রানেই। ওপেনার আরিইয়ানস শর্মা আর অধিনায়ক আয়ান আফজাল খান ছাড়া বলার মতো লড়াই করতে পারেননি কেউ। আরিইয়ানস ৪৬ আর আয়ান করেন ৫৫ রান।
পাকিস্তানের উবাইদ শাহ ৪৪ রানে নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন আলি আসফান্দ আর আরাফাত মিনহাজ।
জবাবে একটা সময় ২ উইকেটেই ১০৫ রান ছিল পাকিস্তানের। কিন্তু অধিনায়ক সাদ বাইগ ৫০ আর তারপর আজান আওয়াইজ ৪১ রানে ফিরলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। হঠাৎ তিন রানআউটে ১২১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
শেষদিকে লোয়ার অর্ডারের আমির হাসান (২৭), আলি আসফান্দদের ব্যাটে (৬১ বলে অপরাজিত ১৬) জয়ের আশা জেগেছিল পাকিস্তানের। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইনিংসের ৩ বল বাকি থাকতে ১৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
আফগানিস্তানের আয়মান আহমেদ আর হার্দিক পাই নেন দুটি করে উইকেট।
এই ম্যাচের ফলাফলের পরে একই দিনে যুবাদের এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেছে ভারত আর পাকিস্তান। ফাইনালে লড়বে বাংলাদেশ-আরব আমিরাত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।