প্রস্তুতি ম্যাচে জয় বাংলাদেশের লিঙ্কনে ব্যাটে বলে ‘নায়ক’ রিশাদ

প্লেয়িং রোল বোলার। লেগস্পিনার হওয়ায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ স্কোয়াডে। তবে গতকাল লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পুরোদস্তুর অলরাউন্ডার বনে গেলেন রিশাদ হোসেন। বিধ্বংসী ব্যাটিংয়ের পর বোলিংয়েও নৈপুণ্য দেখালেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। রিশাদময় পারফরম্যান্সে ট্যুর ম্যাচে ২৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে আগে ব্যাটিংয়ে নেমে রিশাদ হোসেনের ঝড়ো ইনিংসে ৩৩৫ রানের বড় টার্গেট দেয় বাংলাদেশ। বোলিংয়েও ছন্দ দেখান রিশাদ। ব্যাটিংয়ে নেমে আফিফ-রিশাদদের মোকাবিলায় ৩০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড একাদশের ইনিংস।

আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করে আউট হন ওপেনার এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়েন তানজিদ তামিম এবং সৌম্য সরকার।

তানজিদ ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রানে আউট হলে ভাঙে এই পার্টনারশিপ। দলীয় ১৭০ রানে সৌম্য সরকার ফেরেন ৫৯ রান করে। ৭১ বলের ইনিংসটি ৮ চার ও ১ ছক্কায় সাজান তিনি। এরপর ১৪ রান তুলতে আরো দুই উইকেট হারায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় ০ এবং আফিফ হোসেন ১০ রানে আউট হন। এরপর অধিনায়ক লিটনের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন রিশাদ। লিটন ৬৩ বলে ৫৫ রান করে আউট হলে ভাঙে পার্টনারশিপ। সাতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন রিশাদ। ৫৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৮৭ রান করেন এই লেগস্পিনার। এছাড়া তানজিম হাসান সাকিব ৩, রাকিবুল হাসান ২, হাসান মাহমুদ ৮ এবং মোস্তাফিজুর রহমান ১* রান করেন। নিউজিল্যান্ড একাদশের সম্রাট সিং ১০ ওভারে ৭৩ রান দিয়ে ৪ উইকেট নেন।

দুটি করে উইকেট নেন জেমস হার্টশর্ন এবং জোয়ি ফিল্ড। বোলিংয়ে নেমে নিউজিল্যান্ড একাদশে শুরুতেই জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। ৩.৬ ওভারে ওপেনার জ্যাকব কামিংকে (২২ রান) ফেরান টাইগার পেসার। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানো নিউজিল্যান্ড একাদশ দ্বিতীয় উইকেটটি হারায় ৩২ রানে। আরেক ওপেনার জ্যাকব ভুলাকে ৮ রানে ফেরান হাসান মাহমুদ। নিউজিল্যান্ড একাদশের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন অধিনায়ক ভারত পোপলি। ৮৯ রান করেন সন্দীপ প্যাটেল। রিশাদ হোসেন নেন নিকিত পেরেরা (১০), সম্রাট সিং (১০) এবং জেমস হার্টশর্নের (৩) উইকেট। ৩টি উইকেট নিতে রিশাদ খরচ করেন ৫২ রান। ২৬ রানের খরচায় তিন উইকেট নেন আফিফ হোসেনও। ২ উইকেট নিতে ৩৬ রান দেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নেন তানজিম সাকিব এবং রাকিবুল হাসান।
নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৭ই ডিসেম্বর ডানেডিনে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২০ এবং ২৩শে ডিসেম্বর। ২৭শে ডিসেম্বর ন্যাপিয়ারে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৯শে ডিসেম্বর এবং ৩১শে ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *