আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, তৃনমূল বিএনপি, এনপিপি, স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ কগ্রেসসহ মোট ৩৫ জন প্রার্থীসহ তাদের প্রতিনিধিদের হাতে বরিশাল জেলা রিটানিং অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রতিটি দলের মনোনিত প্রতীক তুলে দেন।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ গ্রহন করা প্রতিটি দলের মনোনিত প্রার্থী ও সমর্থকদের আনন্দ-উৎসবের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
সকাল ১০টায় বরিশাল-১ আসনের নৌকার মনোনিত প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ’র পক্ষে প্রতীক গ্রহন করেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিচ ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া এ আসন থেকে জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী ও ন্যাশনাল পিপলস্ পাটির প্রার্থী মোঃ তুহিন।
বরিশাল-২ আসনে জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়ায় বাংলাদেশের ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সভাপতি রাসেদ খান মেনন নৌকা প্রতীক গ্রহন করে তার প্রতিনিধি সদস্যগণ। এছাড়া এ আসনে আলহাজ্ব মোঃ শাহজাহান সিরাজ তৃনমূল বিএনপি, এ ফায়য়াজুল হক স্বতন্ত্র, নকুল কুমার বিশ্বাস কৃষক শ্রমীক জনতা লীগ, মোঃ ইকবাল হোসেন জাতীয় পার্টি, মোঃ মনিরুল ইসলাম, সাহেব আলী এনপিপিসহ মোট ৭ জন প্রার্থী অংশ গ্রহন করেছে।
বরিশাল ৩ আসনে জোটগত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, বাংলাদেশের ওয়াকার্স পাটির টিপু সুলতান, মোহাম্মদ আমিনুল হক স্বতন্ত্র, মোঃ আজমুল হাসান জিহাদ বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোট ও স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, শাহনাজ বেগম তৃনমূল বিএনপিসহ ৬ জন অংশ গ্রহন করে।
বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ, জাতীয় পার্টির মোঃ মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নুসহ ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে।
বরিশাল ৫ সদর ও সিটি কর্পোরেশন অন্তভূক্ত আসনে বর্তমান পাণি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম আওয়ামী লীগ নৌকা প্রতীক গ্রহন করে নির্বাচন সমন্বয়কারী এ্যাড. কেবিএস আহমেদ কবীর, এ্যাড. লস্কর নুরুল হক ও মাহমুদুল হক খান মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী মোঃ ইকবাল হোসেন, হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফিরে পাওয়া সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র, মোঃ সালাউদ্দিন রিপন স্বতন্ত্র, মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ সাংস্কৃতিক জোট প্রার্থী, বাংলাদেশ কংগ্রেস মাহতাব হোসেন, আব্দুল হান্নান সিকদার (এনপিপি) সহ মোট ৭ জন প্রার্থী প্রতীক গ্রহন করে।
বরিশাল ৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক, তৃনমূল বিএনপি প্রার্থী টি এম জহিরুল হক তুহিন, জাতীয় পার্টির নাসরিন জাহান রতনা আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মোহাম্মদ মহসীন স্বতন্ত্র, মোঃ কামরুল ইসলাম খান,বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোঃ মাইনুল ইসলাম, এনপিপি প্রার্থী মোঃ মোসারেফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহবাজ মিঞা, স্বতন্ত্র মোহাম্মদ সামসুল আলম ও স্বতন্ত্র মোঃ জাকির খান সাগরসহ এই আসনের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিদ্বন্ধীতা করবে বলে প্রার্থীরা দাবী করে।
এ সময় জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম প্রার্থীদের শান্তিপ্রিয়ভাবে নির্বাচনী আচরন বিধি মেনে কাজ করার আহবান জানান।