করোনা ভাইরাসের নতুন একটি স্ট্রেইনকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেণিবিন্যাস করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছে, এই ভ্যারিয়েন্টটিকে ‘জেএন.১’ নামে শনাক্ত করা হয়েছে।
তবে এটা জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হুমকি প্রদর্শন করে না। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে বাজারে এই ভাইরাসের যে টীকা আছে তা ‘জেএন.১’ সংক্রমণে অনেক রোগ এবং মৃত্যু থেকে সুরক্ষিত রাখতে কার্যকর। এ ছাড়া কোভিড-১৯ ভাইরাসের অন্য ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধেও তা কার্যকর। সংস্থাটি আরও বলেছে, প্রাপ্ত তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে জেএন.১ থেকে বর্তমানে বিশ্বজুড়ে যে স্বাস্থ্যঝুঁকি তা খুব নিম্ন।
এই ভ্যারিয়েন্টটি বিএ.২.৮৬ -এর অংশ বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ মাসের শুরুর দিকে বলেছে, ৮ই ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় যারা আক্রান্ত হয়েছেন তার মধ্যে শতকরা ১৫ থেকে ২৯ ভাগের ক্ষেত্রে সাবভ্যারিয়েন্ট জেএন.১ দায়ী বলে হিসাব পাওয়া গেছে। এতে আরও বলা হয়েছে, বর্তমানে এমন কোনো তথ্যপ্রমাণ নেই যে, জেএন.১ ভ্যারিয়েন্ট জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বৃদ্ধি করে। সিডিসির তথ্যমতে, জেএন.১ প্রথম সেপ্টেম্বরে শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে।