চট্টগ্রাম-১০ আসনের ক্যাটলি প্রতীক প্রার্থী নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, নির্বাচন কালীন মনোনীত প্রার্থীদের প্রচার প্রচারণায় প্রতিযোগিতা মূলক নির্বাচনে সকল প্রাথীর ব্যানার পোস্টার লাগানোর সুযোগ থাকা উচিত। প্রচারণাকালে দেখা যায় একক প্রার্থীরা পুরো এলাকা জুড়ে অন্য প্রার্থীদের পোস্টার ব্যানার লাগানোর সুযোগ না রেখে তারা একাই দখল করে রেখেছে। এক্ষেত্রে সকলকে পোস্টার ব্যানার লাগিয়ে প্রচার প্রচারণার মাধ্যামে সুষ্ঠু নির্বাচনে অংশ গ্রহণ করার প্রত্যাশা রেখে নির্বাচন কমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরীর ২নং গেইট ষোলশহর শেখ ফরিদ মাজারে জেয়ারত ও নামাজ আদায় করে ৮ নং ওর্য়াডে বিভিন্ন এলাকায় প্রচারকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, প্রার্থীতা হিসেবে যখন মনোনয়ন পেয়েছি তাহলে নির্বাচনী প্রচার প্রচরণা করার সকল প্রার্থীদের অধিকার আছে। সেক্ষেত্রে কেউ একক ভাবে ব্যানার পোস্টার লাগিয়ে অন্যদের বঞ্চিত করা তা অন্য প্রার্থীর স্বাধীনতা খর্ব করা বলে মনে করি।
গণসংযোগকালে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে সুখে দু:খে য়ারা পাশে থাকে সে দিক বিবেচনা করে যোগ্য প্রার্থী দেখে আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ক্যাটলি মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার অনুরোধ করেন।
এসময় এলাকার গণমান্য ব্যক্তি এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।