সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল ৩ টা ১০ মিনিটে সভামঞ্চে উপস্থিত হন তিনি। এসময় জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্য হাত নেড়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। মুহুর্তেই জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাদরাসা মাঠ।
এর আগে সকাল সাড়ে ১১ টায় সিলেটে পৌঁছান শেখ হাসিনা। এরপর সিলেটের শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এর মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা উপলক্ষে সকাল থেকে সভা মঞ্চে আসতে থাকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লাল, হলুদ ও সবুজ রঙের টি-শার্ট এবং টুপি পড়ে উপস্থিত হন তারা। আগত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সরকারি আলিয়া মাদরাসার মাঠ ও তার আশপাশের এলাকা। জনসভা শুরু নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আওয়ামী লীগের নির্বাচনী জনসভা মঞ্চ ও তার আশপাশের একালায় কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, তোরণ ও নির্বাচনী বিলবোর্ড দেখা যানি। মূলত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি রক্ষায় এগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।