
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বায়োটেকনোলজি গ্রাজুয়েটস (বিএবিজি)-এর চতুর্থ নির্বাহী কমিটির (২০২৩–২৫) বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আহসান হাবীব এর সভাপতিত্বে
সভায় বিগত দুই বছরে সংগঠনের গৃহীত কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে পঞ্চম নির্বাহী কমিটি (২০২৬–২৭) অনুমোদন দেওয়া হয়।
এ লক্ষ্যে পূর্বে সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুগল ফরম বিতরণ করা হয়। কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১৩ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়, যারা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন মাহমুদুল হাসান রাজু, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (BRiCM)।
১৬ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে পুরাতন কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। নবগঠিত পঞ্চম নির্বাহী কমিটি আগামী দুই বছর মেয়াদে বিএবিজির নির্বাহী কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বায়োটেকনোলজি গ্রাজুয়েটস (বিএবিজি) বাংলাদেশের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের একটি পেশাদার সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবীদের একত্রিত করা, তাদের দক্ষতা উন্নয়ন করা, কর্মসংস্থান ও গবেষণার সুযোগ সৃষ্টি করা এবং এ খাতের নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখা। সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সমন্বয়ে গঠিত।
<p>Editor: Hasanuzzaman<br>Address: Belvedere Rd, near ALIPORE ZOO, Alipore, Kolkata, West Bengal 700027</p>
Copyright © 2026