নিজস্ব প্রতিনিধি :
জামায়াত ইসলামি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট থেকে সরে আসায় ইসলামি আন্দোলন বাংলাদেশ ও দলটির আমিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে হেফাজত আমির বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে সহিহ আকিদাভিত্তিক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। তিনি জানান, মওদুদীবাদী চিন্তাধারার জামায়াতকে বাদ দিয়ে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ইমান ও আকিদার প্রশ্নে আপস না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, মওদুদীবাদী জামায়াতের প্রভাব থেকে বেরিয়ে এসে ইসলামি আন্দোলন বাংলাদেশ স্বাধীনভাবে রাজনৈতিক পথচলা শুরু করায় এটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত। ইসলামি রাজনীতিতে হকপন্থীদের আলাদা ও স্বতন্ত্র অবস্থান ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মুহিব্বুল্লাহ বাবুনগরীর মতে, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকার ফলে দেশের ইসলামপন্থী রাজনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামি আন্দোলনের একক রাজনৈতিক অবস্থান সেই ঝুঁকি অনেকটাই কমাবে বলে তিনি মনে করেন। এই সাহসী সিদ্ধান্তের জন্য তিনি দলটির আমির ও নেতৃবৃন্দকে বিশেষভাবে অভিনন্দন জানান।
বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম আগের মতোই আগামী জাতীয় নির্বাচনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না। যারা প্রকৃত ইসলামি আদর্শ ধারণ করেন, জনগণ তাদেরই ভোট দেবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় হেফাজত আমির বলেন, যারা ইসলামের নামে ভ্রান্ত আকিদা ও মওদুদীবাদী মতবাদ প্রচার করে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে পথ চলবেন।