{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের নদীতে ভাসমান মান্তা সম্প্রদায়ের মাঝে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরন করেছেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
সকল প্রতিকূলতা উপক্ষা করে শেখ হাসিনার পক্ষ থেকে মান্তা সম্প্রদায়ের প্রায় ১ শতাধিক পরিবারের কাছে কম্বল পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন এমপি মহিববুর রহমান।
মুঠোফোনে মহিববুর রহমান জানান, বঙ্গবন্ধু কন্যা ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পিছিয়ে পড়া নদীতে ভাসমান থাকা মান্তাদের বাসস্থানের ব্যবস্থা করেছিলেন এবং উন্নয়ন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি সবসময় এই জনগোষ্ঠীর আলাদাভাবে খোঁজখবর নিতেন এবং তাদের ভালোবাসতেন। তাই তারই নির্দেশনায় সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শেখা হাসিনার পক্ষ থেকে তাদের মাঝে উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
তাছাড়া পটুয়াখালী -৪ আসন তথা কলাপাড়া,রাঙ্গাবালী উপজেলা মহিপুর থানা ও কুয়াকাটা পৌর সভায় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের অসহায় নেতাকর্মীদের মাঝে ইতিমধ্যে কম্বল বিতরন হয়েছে এবং চলমান রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন বর্তমান অবৈধ দখলদার ইউনুস প্রশাসনের গ্রেফতার আতঙ্কে এবং বিএনপি জামায়াতে সন্ত্রাসী হামলার ভয়ে আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা পালিয়ে বেড়াচ্ছে অনেকে বনে জঙ্গলে রাত্রি যাপন করছে। তীব্র শীতে তারা নাজেহাল অবস্থায় সামান্য কম্বলই অনেকের কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে তাই শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের তার এই প্রচেষ্টা।