শীতার্তদের মাঝে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও তার পক্ষে নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে ১২ জানুয়ারি থেকে পটুয়াখালী – ৪ আসন তথা (রাঙ্গাবালী- কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার) প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যেসকল নেতাকর্মীরা এখনো দলের জন্য অনলাইন ও অফলাইনে কাজ করে যাচ্ছে তাদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে।
ইতিমধ্যে রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা এবং মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে এবং যেসকল নেতাকর্মীরা এলাকা ছাড়া পালিয়ে বেড়াচ্ছেন তাদের পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে বলে জানাগেছে। পর্যায়ক্রমে এই আসনের প্রায় ২ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরন করা হবে বলে জানাগেছে।
এ বিষয়ে মুঠোফোনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থেকে এই আওয়ামীলীগের দুর্যোগ কালীন সময়ে একটিভ নেতাকর্মীদের কাছে সামান্য উপহার পৌঁছে দিতে পেরে আমি ধন্য মনে করছি।
তাছাড়া আমার পরিবার প্রায় ২ যুগ ধরে এই জনপদের সাধারণ মানুষের মাঝে শীতের সময়ে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এবার এই দুর্যোগের মুহুর্তে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তৃনমুলের নেতাকর্মীদের হাতে কম্বল পৌঁছিয়ে দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। যারা এই কাজে তাকে সহযোগিতা করেছেন তিনি তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তৃনমুলের আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের পাশে যার যার অবস্থান থেকে দাড়িয়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে উদ্ভুদ্ধ করারও আহবান জানান তিনি।