সর্বশেষ আপডেট :
নৌকা নেই, ভোট নেই’: ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আরাফাতের রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের প্রেস বিজ্ঞপ্তি ‘প্যারোলে’ মুক্তি মেলেনি, কারা ফটকে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম ‘বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনার ৫ দফা ‘টপ গান’ লুকে ম্যাক্রো, সানগ্লাস কম্পানির সেয়ার মূল্য বেড়ে ৪ মিলিয়ন ডলার বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে না গেলে বিসিবির আর্থিক লস ৩৩০ কোটি টাকা পটুয়াখালীতে মান্তা সম্প্রদায়ের মাঝে এমপি মহিবের কম্বল বিতরন  জামায়াত কানেকশন ও দিল্লি সফর: সারাহ কুককে ফিরিয়ে দিল সাউথ ব্লক
বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে চাকরি পেয়েছেন কলাপাড়ার ইমরুল

বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে চাকরি পেয়েছেন কলাপাড়ার ইমরুল

 

নিজস্ব প্রতিবেদক ঃ পৃথিবীতে যে কয়টি লোভনীয় এবং উচ্চ বিলাসী চাকুরী সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম অ্যামাজন। আর এই অধিক বিরল সম্মানিত চাকরি পেলেন বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালি গ্রামের আলহাজ্ব কৃষিবিদ আহসান হাবীব সাবেক এমডি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং শিল্পী আখতার পরিবার কল্যাণ সহকারী তাদের দ্বিতীয় পুত্র মো,ইমরুল আহসান মেহেদী।

 

এ যেন সাফল্যকে সাফল্য ডেকে আনে, ফুল ফানডেড স্কলারশিপ পেয়ে বিবিএ করতে যান ইউনিভার্সিটি অফ কেন্টার বাড়ি নিউজিল্যান্ড। সেখান থেকে এমবি এর উদ্দেশ্যে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। মেধা আর মনন এবং কঠিন অধ্যবসায় মেহেদিকে দাঁড় করিয়ে দেয় বিশ্বের তাবৎ মেধা তালিকায়।

 

সেখান থেকে দুর্লভ এই চাকরির ডাক আসে তার। ২০ জানুয়ারি ২০২৬ আমেরিকার অ্যামাজনের প্রধান কার্যালয়ে যোগদান করেন তিনি। বিশ্বের এই বিরল চাকরি পেয়ে যেমন তার পরিবারকে সম্মানিত করেছেন, পাশাপাশি দেশ এবং দেশের সম্মান বয়ে এনেছেন এজন্য তার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 

পাশাপাশি তোমার এই বিরল সম্মানে তোমার শুভাকাঙ্কতি সহ সকলে আনন্দিত এবং গর্বিত। আগামীর বাংলাদেশ গড়ায় পৃথিবীর যেখানেই তুমি থাকো জন্মভূমি বাংলাদেশকে মনে প্রানে ভালবাসবে এই প্রত্যাশা রইল।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha