স্পোর্টস ডেস্ক :
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে সংস্থাটি এখনো সিদ্ধান্তে অটল থাকলেও, এই অবস্থানের ফলে দেশের ক্রিকেট প্রশাসন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দল হিসেবে বিসিবির জন্য নির্ধারিত ছিল উল্লেখযোগ্য অঙ্কের অংশগ্রহণ ফি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুধু অংশগ্রহণ বাবদই বাংলাদেশ পেত প্রায় ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন কোটিরও বেশি টাকা।
তবে ক্ষতির অঙ্ক এখানেই থেমে নেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও ভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বিসিবির মোট আয়ের বড় অংশ হুমকির মুখে পড়বে। এমনকি সংস্থাটির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একাধিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপে অংশ না নিলে বিসিবির সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৩০ কোটি টাকা। এই ক্ষতির মধ্যে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ চুক্তি এবং চলতি অর্থবছরের সম্ভাব্য বাণিজ্যিক আয় অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, আইসিসি নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে অনুরোধ করেছিল। নির্দিষ্ট সময়ে সম্মতি না পাওয়ায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনা চলছে।
এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, নিরাপত্তা নিয়ে আইসিসির মূল্যায়ন বাংলাদেশের কাছে সন্তোষজনক নয়।
সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।